Header Ads

Breaking News
recent

নীলাদ্রি দেব

নীলাদ্রি দেব
⍝আলো নেভে। প্রতি দিন। নিভৃতে।
আলো নেভে। প্রতিদিন। প্রতিদিন।

শীতপর্ব


প্রতিটি শীতের দুপুর কিছু এলোমেলো রোদ আর চাপা দুঃখের বর্ণমালা।


অনেক শীত লিখে রেখেছে, শেকড় ...
শুধু পাতাগুলো ঝরে যায় বছর বছর।


শীতঘুমে যেতে চায় ঘাস. উঠোন ঢেকে রাখে আদুরে ধান চাদর।


ধানের সাথে
শীতরোদে ওম নেয় বালকবেলা।


কুয়াশার মোম গ'লে যায়
বড় পাথরের মত শীত নামে

ক্লান্ত ক্লান্ত হেঁটে চলাগুলো
দিনশেষে গালিবনামায় থামে


আমার শিকড়ে কিছু গল্প লেগে আছে।
আমি ভিজে আছি স্নেহে।

উপসংহার ও ইত্যাদি

বৃষ্টি থেমে যায়। থেমে যাবে।
ঝড় থেমে যায়। থেমে যাবে।

কিছু একটা লেগে থাকবে।
অনেকটা বৃষ্টি, ঝড় বা পোড়া পেট্রোলের মত।
Blogger দ্বারা পরিচালিত.