⌗যদি
লাল,কালো, গেরুয়ার...মাটি-ভূগোল
সঁপেছে নিজেকে উদ্ভিদীয় নিউট্রিশনের অধ্যায়টিতে।
পাথুরে-বেলে-দোঁয়াশ সবাই সাধ্যমত,
রসায়নের সম্পৃক্তি ঢেলেছে সবুজ অঙ্কুরে।
‘সময়’এর রোদ্দুরে মেলে বুক,যত্নে শুকিয়ে রেখেছে
বিবর্তনের ‘মান-হুঁশ’ পা-ছাপ,মাটির শব্দকোষ....
কিন্তু,
দানব শক্তির দাপাদাপিতে আজ মাটি জুড়ে শুধু
ছোঁয়াচে রক্তদূষণ!
যদি,
সায়েন্স ফিকশনের মত,একটা অলীক ফিল্টার....
আর দানবিক সত্ত্বাগুলো বেছে বেছে,
ফাটলের মাটিবুকে সেঁধিয়ে যেতে যেতে,
সত্যি হতো পাতাল প্রবেশের মিথ!
লাল,কালো, গেরুয়ার...মাটি-ভূগোল
সঁপেছে নিজেকে উদ্ভিদীয় নিউট্রিশনের অধ্যায়টিতে।
পাথুরে-বেলে-দোঁয়াশ সবাই সাধ্যমত,
রসায়নের সম্পৃক্তি ঢেলেছে সবুজ অঙ্কুরে।
‘সময়’এর রোদ্দুরে মেলে বুক,যত্নে শুকিয়ে রেখেছে
বিবর্তনের ‘মান-হুঁশ’ পা-ছাপ,মাটির শব্দকোষ....
কিন্তু,
দানব শক্তির দাপাদাপিতে আজ মাটি জুড়ে শুধু
ছোঁয়াচে রক্তদূষণ!
যদি,
সায়েন্স ফিকশনের মত,একটা অলীক ফিল্টার....
আর দানবিক সত্ত্বাগুলো বেছে বেছে,
ফাটলের মাটিবুকে সেঁধিয়ে যেতে যেতে,
সত্যি হতো পাতাল প্রবেশের মিথ!
Tags:
কবিতা