⌗পরকীয়া -২
⌓
প্রতিটি পরকীয়ার মাঝে হাতছানি থাকে
গভীর হাতছানি...
নিশির ডাকের মতো সুতো 'ছেঁড়ে ';
⌓
গন্তব্য নেই -
তীর্থযাত্রীর মতো ট্রুর শেষে,
আত্নীয় বন্ধন ছিন্ন হয়;
⌓
এক নিভৃত বিজনে বসে শবসাধনা...
অঘোরী যেন -
সার খোঁজে তনুর আঁশে...
⌓
আলো নেই
গভীর গভীর অন্ধকার গাঙের তলায়,
এ প্রেমের কোণ থাকে -
চার অধ্যায় থাকে না...
⌓
প্রতিটি পরকীয়ার মাঝে হাতছানি থাকে
গভীর হাতছানি...
নিশির ডাকের মতো সুতো 'ছেঁড়ে ';
⌓
গন্তব্য নেই -
তীর্থযাত্রীর মতো ট্রুর শেষে,
আত্নীয় বন্ধন ছিন্ন হয়;
⌓
এক নিভৃত বিজনে বসে শবসাধনা...
অঘোরী যেন -
সার খোঁজে তনুর আঁশে...
⌓
আলো নেই
গভীর গভীর অন্ধকার গাঙের তলায়,
এ প্রেমের কোণ থাকে -
চার অধ্যায় থাকে না...
সুচিন্তিত মতামত দিন