⌗প্রগতি
আমাদের প্রত্যেকের শরীরের অদৃশ্য কোশে রক্তের দাগ লেগে আছে-
খুন ও ধর্ষণের রক্ত, উন্মত্ত জনতার ক্রোধ , ধংসের চিহ্ন-
লালচে রঙের আভাস ফুটে ওঠার আগেই, সাংবাদিক এবং
টিভি সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটারদের কলমের কালি
নীলচে বিষ হয়ে,
ঘরে ঘরে মানুষের অলস ও বোবা বোধে
ছড়িয়ে পড়েছে-
কেউই ঈশ্বরের নামে কিংবা নিজের সত্তার গোপন কক্ষের সামনে
নতজানু হয়ে বলতে পারবেনা আমি এ যুগের অপরাধীদের
অংশভাক নই।
আশ্চর্য বলে মনে হলেও এই বেপরোয়া একুশ শতক ,
অনৃতভাষণ ও অতিরঞ্জনে দক্ষ ম্যাজিসিয়ানদের জন্য ,
সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমের কলরব, কত ডেসিবেল অতিক্রম করে যাচ্ছে
তার পরিমাপের যন্ত্র এখনো কেউ আবিষ্কার করতে পারেনি।
আমরা যারা জরাতুর, নিরুপায় দর্শক ও শ্রোতা
দিন গুণে রয়ে গেছি কি শুধু , পৃথিবীর শুভবোধনের প্রত্যাশায়!
আমাদের প্রত্যেকের শরীরের অদৃশ্য কোশে রক্তের দাগ লেগে আছে-
খুন ও ধর্ষণের রক্ত, উন্মত্ত জনতার ক্রোধ , ধংসের চিহ্ন-
লালচে রঙের আভাস ফুটে ওঠার আগেই, সাংবাদিক এবং
টিভি সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটারদের কলমের কালি
নীলচে বিষ হয়ে,
ঘরে ঘরে মানুষের অলস ও বোবা বোধে
ছড়িয়ে পড়েছে-
কেউই ঈশ্বরের নামে কিংবা নিজের সত্তার গোপন কক্ষের সামনে
নতজানু হয়ে বলতে পারবেনা আমি এ যুগের অপরাধীদের
অংশভাক নই।
আশ্চর্য বলে মনে হলেও এই বেপরোয়া একুশ শতক ,
অনৃতভাষণ ও অতিরঞ্জনে দক্ষ ম্যাজিসিয়ানদের জন্য ,
সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমের কলরব, কত ডেসিবেল অতিক্রম করে যাচ্ছে
তার পরিমাপের যন্ত্র এখনো কেউ আবিষ্কার করতে পারেনি।
আমরা যারা জরাতুর, নিরুপায় দর্শক ও শ্রোতা
দিন গুণে রয়ে গেছি কি শুধু , পৃথিবীর শুভবোধনের প্রত্যাশায়!
সুচিন্তিত মতামত দিন