অনুপ ঘোষাল

অনুপ ঘোষাল
একা হয়ে যাচ্ছি...বিলায়েৎ

মাটিতে তুখোড় শব্দ হচ্ছে...বিলায়েৎ।
তুই শুনতে পাচ্ছিস গভীর গোপন থেকে?
আকাশে লেগেছে অমা ...ঠিক সেদিনের মতো।
আমার চোখে চালশে পড়েনি এখনও...
শুধু তোর জন্য কেঁদে।

অথচ-
সেদিন আর এদিনের স..ব লোক-
                      আমার স্বদেশ। আমার স্বজন।
তোর কবরের মাটি এখনও সাজিয়ে চলেছি,
         সাজিয়ে রেখেছি চিতাও।
                        শয়ে শয়ে...হাজারে হাজারে।
আমি বড্ড একা হয়ে যাচ্ছি বিলায়েৎ।

খসে পড়ছে অহঙ্কার,
                   দেশেপ্রমের সংজ্ঞা,
                   বসন্তকেবিন,
                   কফিহাউস.. আর-
তোর জন্য নিয়ে আসা-
সুচরিতা-র ভোরের চিঠি।
ভালোবাসার গন্ধ ছিল ওতে।

ওরা অন্ধকার বুনে দিচ্ছে ফসলের লোভে।
ভরে নিচ্ছে ছাতিমের গন্ধ,
           অনামিকায় বেঁধে রাখা আশ্বিন,
           তেঁতুল পাতার সহবাস...এমনকি-
অক্ষরের হাটু। ...গণতন্ত্রের পেটের প্রাচীরে।
আমি এখনও দাঁড়িয়ে আছি বিলায়েৎ।
সম্ভাব্য মহেঞ্জোদাড়োর শেষ কাকতাড়ুয়ার মতো।
 
আমায় এখনও মারেনি ওরা।
ওরা জানে- আমি রক্তাক্ত হব,
                   চিতা সাজাব হাজার হাজার,
     কফিনে দেব মাটি,
     প্রতিবাদী হব সান্ধ্য আড্ডায় অথবা কবিতায়।

কিন্তু-
       তোর মতো মিছিলে হাঁটব না কোনওদিন।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.