⌗মানুষ
বিধাতা আমি, স্রষ্টা আমি, করেছি সৃজন,
বিধাতা আমি, স্রষ্টা আমি, করেছি সৃজন,
এই সুন্দর ত্রিভূবন।
কতো সুন্দর,কতো বিচিত্র,
মধুময়, দুর্লভ, মানবজীবন।
সত্য-ধর্ম-দয়া,মায়াপূর্ণ,
সদাজাগ্রত মান ও হুঁশ।
শত সহস্র জীবের সমবেত পৃথিবীতে -
সবার উপরে মানুষ।
বিবেকের বাণী, মেনে চলে জানি,
কখনোবা হয় পথভ্রষ্ট।
বিশাল সলিলে একফোঁটা ময়লা,
করেনা সে জলরাশি নষ্ট।
মন্দভালোয় গড়া এ ধরণী
মানুষ কি তার ভিন্ন?
আলো আঁধারের লড়াই দিবানিশি,
আঁধার তো হবেই চূর্ণ.।
নরনারী মিলে গড়ো সংসার,
হও সমাজের বুকে রত্ন।
সৎপথে চলে,সৎভাবে বেঁচে,
মানবতার করো যত্ন।
দীনহীন, দুঃখী,দুর্বলের মাথায়
রাখো সাহায্যের হাত।
মানুষ হয়ে মানুষকে কখনো,
করোনা যেন আঘাত।
আনন্দসাগরে জন্ম তোমার,
থাকো আনন্দতেই ডুবে।
ধরিত্রীর মত হও সহনশীল,
তবেই শান্তি পাবে।
বন্দী হয়ে ছয়রিপুর জালে,
পাপের শিকার হয়েছে কেউ।
খুন জখম, গুণ্ডামি, শয়তানি,
ধর্মনদে বহে, অধর্মের ঢেউ।
আত্মীয়পরিজন মানেনা ওরা,
সকলের করে ক্ষতি।
পাপের সাজাতো পাবেই ওরা,
হবেই ওদের দুর্গতি।
প্রত্যেক ক্রিয়ার, সমান বিপরীত
প্রতিক্রিয়া তো আছে।
অমানুষ কিছু হয়েছে সৃজন,
মানুষের পিছে পিছে।
লক্ষ্মীর পাশে অলক্ষ্মী চলে,
আলোর পাশে চলে আঁধার।
সুমতির পাশে চলে কুমতি,
সংসার বড়ো ধাঁধাঁর।
বিধাতা হয়েও অসহায় আমি,
মেটাতে পারিনা দ্বন্দ্ব।
লোভের বশে ওরা ঝরায় রক্ত,
কেমনে করি তা বন্ধ?
অমানুষ চায় গড়তে নরক,
মানুষ স্বর্গ গড়ে।
সুন্দর সংসার, সুন্দর জীবন,
সুগন্ধে যায় ভরে।
ধর্মের ঢাকতো আপনা-আপনি বাজে,
সত্যের হবেই জয়।
অমানুষেরা পরাজিত হয়ে,
মানুষকে করবেই ভয়।
কতো সুন্দর,কতো বিচিত্র,
মধুময়, দুর্লভ, মানবজীবন।
সত্য-ধর্ম-দয়া,মায়াপূর্ণ,
সদাজাগ্রত মান ও হুঁশ।
শত সহস্র জীবের সমবেত পৃথিবীতে -
সবার উপরে মানুষ।
বিবেকের বাণী, মেনে চলে জানি,
কখনোবা হয় পথভ্রষ্ট।
বিশাল সলিলে একফোঁটা ময়লা,
করেনা সে জলরাশি নষ্ট।
মন্দভালোয় গড়া এ ধরণী
মানুষ কি তার ভিন্ন?
আলো আঁধারের লড়াই দিবানিশি,
আঁধার তো হবেই চূর্ণ.।
নরনারী মিলে গড়ো সংসার,
হও সমাজের বুকে রত্ন।
সৎপথে চলে,সৎভাবে বেঁচে,
মানবতার করো যত্ন।
দীনহীন, দুঃখী,দুর্বলের মাথায়
রাখো সাহায্যের হাত।
মানুষ হয়ে মানুষকে কখনো,
করোনা যেন আঘাত।
আনন্দসাগরে জন্ম তোমার,
থাকো আনন্দতেই ডুবে।
ধরিত্রীর মত হও সহনশীল,
তবেই শান্তি পাবে।
বন্দী হয়ে ছয়রিপুর জালে,
পাপের শিকার হয়েছে কেউ।
খুন জখম, গুণ্ডামি, শয়তানি,
ধর্মনদে বহে, অধর্মের ঢেউ।
আত্মীয়পরিজন মানেনা ওরা,
সকলের করে ক্ষতি।
পাপের সাজাতো পাবেই ওরা,
হবেই ওদের দুর্গতি।
প্রত্যেক ক্রিয়ার, সমান বিপরীত
প্রতিক্রিয়া তো আছে।
অমানুষ কিছু হয়েছে সৃজন,
মানুষের পিছে পিছে।
লক্ষ্মীর পাশে অলক্ষ্মী চলে,
আলোর পাশে চলে আঁধার।
সুমতির পাশে চলে কুমতি,
সংসার বড়ো ধাঁধাঁর।
বিধাতা হয়েও অসহায় আমি,
মেটাতে পারিনা দ্বন্দ্ব।
লোভের বশে ওরা ঝরায় রক্ত,
কেমনে করি তা বন্ধ?
অমানুষ চায় গড়তে নরক,
মানুষ স্বর্গ গড়ে।
সুন্দর সংসার, সুন্দর জীবন,
সুগন্ধে যায় ভরে।
ধর্মের ঢাকতো আপনা-আপনি বাজে,
সত্যের হবেই জয়।
অমানুষেরা পরাজিত হয়ে,
মানুষকে করবেই ভয়।
সুচিন্তিত মতামত দিন