⑊কতকিছু
আবেগ সে সহজাত, আবেগ সে শাঁখের করাত --
উড়বো না , উড়বো না , উড়বো না --- বলেও
কতো পথ উড়ে উড়ে যাই
কতকিছু চেয়ে না-চেয়ে যে পাই
কতো যে , কত যে এখানে --ওখানে ছড়াই !
⑊সেই তো আমি
যে তোমাকে চোখ রাঙাচ্ছে -- সে আমি নই, আমার কেউ নয়
যে মাথা নিচু করে আছে -- সে আমি নই, আমার কেউ নয়
যে কলাগাছ হওয়ার স্বপ্ন দেখছে -- সে আমি নই, আমার কেউ নয়
দিনকে রাত্রি বানানোর প্রলোভনে পা বাড়িয়েছে যে -- সে আমি নই
সে আমার কেউ নয় -- কোনদিন কেউ ছিল না ।
রাত্রিকে দিন বানানোর সাধনায় যে -- সে-ই আমি , সেই তো আমি ।
আবেগ সে সহজাত, আবেগ সে শাঁখের করাত --
উড়বো না , উড়বো না , উড়বো না --- বলেও
কতো পথ উড়ে উড়ে যাই
কতকিছু চেয়ে না-চেয়ে যে পাই
কতো যে , কত যে এখানে --ওখানে ছড়াই !
⑊সেই তো আমি
যে তোমাকে চোখ রাঙাচ্ছে -- সে আমি নই, আমার কেউ নয়
যে মাথা নিচু করে আছে -- সে আমি নই, আমার কেউ নয়
যে কলাগাছ হওয়ার স্বপ্ন দেখছে -- সে আমি নই, আমার কেউ নয়
দিনকে রাত্রি বানানোর প্রলোভনে পা বাড়িয়েছে যে -- সে আমি নই
সে আমার কেউ নয় -- কোনদিন কেউ ছিল না ।
রাত্রিকে দিন বানানোর সাধনায় যে -- সে-ই আমি , সেই তো আমি ।
Tags:
একক কবিতা