ক্যালেন্ডারের পাতায় বসন্ত এসে গেছে। জানলায় এতোল বেতোল হাওয়ার উচ্ছ্বলতায় নিজেকে ভাসানোর চেষ্টা করি....
রান্নাঘর লাগোয়া একফালি বাগানটায় আমি বসন্ত খুঁজি কাজের ফাঁকে। হলুদ মোছা আঁচলে বাসন্তী রঙ ভিড় করে। দূরের নিম গাছটার পাতার আড়লে কোকিলটা সারাদিন গলা সাধে। ওর নেশাতুর চোখ দুটো কি আমায় দেখছে !
একটু শিহরণ ঢেউ তোলে বদ্ধ মনের পানাপুকুরে। ভেসে আসে মিষ্টি নেশা মেশা নিমফুলের গন্ধ। বাউণ্ডুলে আমিটা খোলা দখিন দুয়ারের ফটক পেরিয়ে ছুটে যেতে চায় নিরুদ্দেশের ঠিকানায় ;
ওই কোকিলটার মতো আমারও ভবঘুরে সমাজের নাগরিক হয়ে বাঁচতে সাধ হয়। এতদিনের জড়ো করা খড়কুটো দিয়ে তৈরী বাসা ছেড়ে উড়ে যেতে, আজ আর কোনো আক্ষেপ হয় না ..... ইচ্ছেডানায় দাঁড় টানে মনপবনের নাও ...
sreelekha46@gmail.com
সুচিন্তিত মতামত দিন