⌗বসন্তের রঙ
বহু দিন ধরে খুঁজে চলেছি বসন্তের রঙ কি
লাল নীল সবুজ না বাসন্তী
বসন্তের রঙ আছে কি শুধু ফাগুনের নবপল্লবে
শিমুলে পলাশে মলয় বাতাসে?
বসন্তের রঙ কি শুধু বসন্তোৎসবের আবীরে
না কোকিলের কুহু রবে?
কিশোরীর পরশে, তার মিষ্টি হাসিতে
ঢল ঢল আঁখিতে?
আমি পেয়েছি বসন্তের রঙ -
পেয়েছি তোমার আমার মনের অন্দরে।
বহু দিন ধরে খুঁজে চলেছি বসন্তের রঙ কি
লাল নীল সবুজ না বাসন্তী
বসন্তের রঙ আছে কি শুধু ফাগুনের নবপল্লবে
শিমুলে পলাশে মলয় বাতাসে?
বসন্তের রঙ কি শুধু বসন্তোৎসবের আবীরে
না কোকিলের কুহু রবে?
কিশোরীর পরশে, তার মিষ্টি হাসিতে
ঢল ঢল আঁখিতে?
আমি পেয়েছি বসন্তের রঙ -
পেয়েছি তোমার আমার মনের অন্দরে।
ssanjibkumar@gmail.com
সুচিন্তিত মতামত দিন