সঞ্জীব কুমার সিনহা

সঞ্জীব কুমার সিনহা
বসন্তের রঙ

বহু দিন ধরে খুঁজে চলেছি বসন্তের রঙ কি
লাল নীল সবুজ না বাসন্তী
বসন্তের রঙ আছে কি শুধু ফাগুনের নবপল্লবে 
শিমুলে পলাশে মলয় বাতাসে?
বসন্তের রঙ কি শুধু বসন্তোৎসবের আবীরে
না কোকিলের কুহু রবে?
কিশোরীর পরশে, তার মিষ্টি হাসিতে
ঢল ঢল আঁখিতে? 
আমি পেয়েছি বসন্তের রঙ -
পেয়েছি তোমার আমার মনের অন্দরে।




ssanjibkumar@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.