Header Ads

Breaking News
recent

শর্মিষ্ঠা ঘোষ

শর্মিষ্ঠা ঘোষ
ফিরিয়ে দে 

দে ফিরিয়ে আমার সে দিন
তুচ্ছ সুখের পুতুল খেলার
কথায় কথায় ঠোঁট ফুলিয়ে কপাল
চুমে রাগ ভাঙাবার
হয়তো তেমন বৈভব নেই হয়ত স্বপ্ন
খোলামকুচিই
হয়তো বুকের কদমতলায় এমনি
ঝরতো বৃষ্টিদানা
আদর চাস তো? কম পড়েছে ?
এই নে জীবন মরণটুকুও
সোনা রূপোর খ্যাতির ঝলক সে আর
আমি কোথায় পাবো
আয় ফিরে আয় আপন ঘরে
তোর জন্যই ফুটছে বেলি
আমিও কত বদলে যাবো
তোর কারণেই দেখনদারীকোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.