জয়ন্ত সেন

জয়ন্ত সেন
অসুখ

কান্না আরেকটু লুকিয়ে রেখো
অসুখ সবে ডেকেছে বেলা,
ঠাট্টা-হাসির উজাড় ভুবন
সেরে রেখেছে বিকেল খেলা,
হুজরা থেকে স্বপন গুলি
পাড়ি-যে দিলো নীল গগনে,
ঝরা পাতার রূপান্তরে
পথে লুটোয় প্রেম-ফাগুনে,
খসা-তারার গল্প শুনি
বিজ্ঞান ভুলে প্রশ্ন জাগে,
এ-জ্বালা সইছে না যে
কেনো পেয়েছি আমার ভাগে ?
বিধির বিধান মেনেওনি যদি
রক্ত-মাংস তো ভোলেনা !
সিঁয়ে সিঁয়ে প্রাণ জুটই তার টানে
মুখে নাহয় কিছু বলিনা ।

কান্না আরেকটু লুকিয়ে রেখো
অসুখ তো সবে শরীর ধরেছে,
দূর তেপান্তরের পাড় থেকে
মরন সবে-তো ভ্রূণ গড়েছে ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.