⌗বসন্ত পুনর্বাসন
প্রিয় মীরা,
তুমি বলেছিলে বসন্ত নিয়ে লিখতে একটি কবিতা, চেষ্টাও অনেক করেছিলাম, তবে পারিনি!

আনপ্রেডিক্টেবল সমস্যার খাতা মাত্র দিয়েছিলো খুলে; মায়ের চলে যাওয়া...
বাবার প্রত্যাখ্যান...
বন্ধুর বিশ্বাসঘাতকতা...
সত্যি খুবই চেষ্টা করেছিলাম- একটা বেশ সুন্দর কবিতা গুছিয়ে লেখার!
না পারিনি!
ব্যর্থ হয়েছি...
ধূলোবালি মাখা ধূসর বিতৃষ্ণার অস্বচ্ছ কালোজালে বাঁধা পড়েছে আমার ছাপোষা চালচলন!
বসন্তের আবীর ছুঁয়ে দেখতে ইচ্ছে হয় খুব;
কিন্তু ওই ঘাসপাথর আর কিতাবের সফরনামা
অগোছালো উদ্ভাবনী রেখেছে তিক্ততায় কানায় কানায়!
কৃষ্ণচূড়ার আগমন সুভাসে সুরভিত হওয়া ঘরময়,
বিষাদের কালচার আর ডিপ্রেসন অনেকটা আকুতি দর্শনে বসন্তের সাথে চুড়ান্ত অভিমানি সংসার বেঁধেছে...
ভেবেছি পুনর্বাসন দেবো; তারপর না হয় বসন্তের আগমনের কবিতা লিখি...
সুচিন্তিত মতামত দিন