⌗ভুলপ্রবণ সরু রাস্তা
কাঠখোট্টা সড়কের হাত ঝটকায় ছাড়িয়ে নিয়ে
পাশে ধানিজমি খুড়ে গড়া কচি চা-বাগিচা দিয়ে
গড়িয়ে গড়িয়ে যেতে চেয়ে মরিয়া হয়েছে এই
সরু নড়বড়ে রাস্তাটি, গম্ভীর সড়কের পাশেই
মুখরিত হয় দেখে আত্মমুক্তির চড়ুইভাতি
হাত খুলে অবারিত লাফে চেয়েছে সামিল-প্রাপ্তি
উঁচু ঘাসে ঘাসে কড়া নেড়ে কিছু অভ্যর্থনা রেখে
পা টিপে টিপে এগিয়ে গিয়েছে বাতাস পায়ে মেখে
জলা পেরিয়ে দাঁড়ানো কাঁধ-উঁচু রেললাইন ঘেষে
কয়েকটি যাযাবর পলাশ যেন পথ ভুলে শেষে
একাকী দাঁড়িয়ে প্রতীক্ষায়, নিয়ে তল্পিতল্পা-ফুল---
মুক্তিট্রেনে চেপে পথও আজ চাইছে করতে শুদ্ধ ভুল...
swapnanil777@gmail.com
কাঠখোট্টা সড়কের হাত ঝটকায় ছাড়িয়ে নিয়ে
পাশে ধানিজমি খুড়ে গড়া কচি চা-বাগিচা দিয়ে
গড়িয়ে গড়িয়ে যেতে চেয়ে মরিয়া হয়েছে এই
সরু নড়বড়ে রাস্তাটি, গম্ভীর সড়কের পাশেই
মুখরিত হয় দেখে আত্মমুক্তির চড়ুইভাতি
হাত খুলে অবারিত লাফে চেয়েছে সামিল-প্রাপ্তি
উঁচু ঘাসে ঘাসে কড়া নেড়ে কিছু অভ্যর্থনা রেখে
পা টিপে টিপে এগিয়ে গিয়েছে বাতাস পায়ে মেখে
জলা পেরিয়ে দাঁড়ানো কাঁধ-উঁচু রেললাইন ঘেষে
কয়েকটি যাযাবর পলাশ যেন পথ ভুলে শেষে
একাকী দাঁড়িয়ে প্রতীক্ষায়, নিয়ে তল্পিতল্পা-ফুল---
মুক্তিট্রেনে চেপে পথও আজ চাইছে করতে শুদ্ধ ভুল...
swapnanil777@gmail.com
সুচিন্তিত মতামত দিন