একটি স্থিরচিত্র উড়িয়ে নিয়ে যায় রঙিন ফানুস
হাওয়া নেই। মেঘ ভরে দিয়েছি
থিরথির কাঁপছে অথচ উড়ে চলেছে
নীল আকাশ, নীল তারার অদৃশ্য আলোক
ঠোঁটে এসে বসে নীলকণ্ঠ পাখি
তুঁত রঙে ঢেকেছে তার মেঘ ভরা দুই আদ্রস্তন
একটি স্থিরচিত্র সমগ্র সংলাপ, গাঢ় ও নিস্পৃহ মন
একটি মুখ অচিহ্নিত আমন্ত্রক
আলোর সংকেত
নদীর কাছে যাব। বৃত্ত সম্পূর্ণ কাঙালের
⌗অন্তরার মৌন সংগীত
তুমি বসে আছো যোজন দূরে গহিন মগ্ন স্রোতে
ইনবক্সে স্থির জড়তায় শব্দগুলো আমাকে ঘাতক ভাবে
থির হয়ে আছি আলোর উৎস ধ্যানে
আরো কতটা দূর প্রেমিকের গল্পগাঁথা
আরো ঠিক কত দূরে তোমার শব্দতরঙ্গ
একা ভেসে যায় সময় অসময়
আমি তো অগণিত আলোক পঙক্তি নই
ভালবেসে ছুঁয়ে দিতে জানি গাণিতিক নির্মান কৌশল
গন্ধস্নায়ুতে জেগে থাকে আকৃত ইশারা
সূচক মুদ্রায় উন্মুখ অন্তরার মৌন সংগীত
⌗মূর্ত ও বিমূর্ত
প্রস্তাবিত পঙক্তিমালায় আমি মূর্ত ও বিমূর্ত
রঙিন স্তাবকেরা দ্রুত এসে দাঁড়ায় গোপন কথোপকথনে
ফসলের ক্ষেতে ডানা মেলে খুঁটে খায় বিরল দৃশ্য, খোদার নির্মান
আমি একা বসে মূর্তির জলে দাহন করি নির্মিত আগুন ও মানবজমিন
নদীতে ভেসে যায় পৃথিবীর দৃশ্যগন্ধ, অসফল মায়া, স্থির কোলাজ
খুলে ফেলো ফিকির পালক চঞ্চল আলিঙ্গনে
অনর্গল বিস্ময় জাদুর শরীর
এইখানে ভাসাও তোমার প্রাজ্ঞ স্তন, জলজ যোনি, অন্তর আকার...
সুচিন্তিত মতামত দিন