⌗বসন্তবাহার
আমার সকাল হত , তোমার বসন্তবাহারে
মৃদু গম্ভীর তানপুরায় “ফুলবালকান্ত –
কিম্বা পড়ন্ত গোধূলি আলোয়
“বসন্ত রুত হ্যায় মন রঙ্গ ডারো –
কখনো হাল্কা হাতে চুল সরাতে সরাতে
বারান্দায় এসে দাঁড়াতে তুমি
সাদা পাঞ্জাবি থেকে গোলাপী আতরের গন্ধ
আসতো ভেসে –
কতোবার বলতে ইচ্ছে হতো
“তোমার কি কিরাণা ঘরানা ?
আমার তো বিষ্ণুপুর !”
কতো বসন্ত চলে গেছে বলতে পারি নি –
আজ একলা ঘরে রুক্ষ চৈতি হাওয়ায়
সুর ধরি “কা সঙ্গ ফাগ মচাউরি –
তুমি কি শুনছো ঋতুরাজ –
আমার যে “সকল মুকুল গেলো ঝরে”
আমার সকাল হত , তোমার বসন্তবাহারে
মৃদু গম্ভীর তানপুরায় “ফুলবালকান্ত –
কিম্বা পড়ন্ত গোধূলি আলোয়
“বসন্ত রুত হ্যায় মন রঙ্গ ডারো –
কখনো হাল্কা হাতে চুল সরাতে সরাতে
বারান্দায় এসে দাঁড়াতে তুমি
সাদা পাঞ্জাবি থেকে গোলাপী আতরের গন্ধ
আসতো ভেসে –
কতোবার বলতে ইচ্ছে হতো
“তোমার কি কিরাণা ঘরানা ?
আমার তো বিষ্ণুপুর !”
কতো বসন্ত চলে গেছে বলতে পারি নি –
আজ একলা ঘরে রুক্ষ চৈতি হাওয়ায়
সুর ধরি “কা সঙ্গ ফাগ মচাউরি –
তুমি কি শুনছো ঋতুরাজ –
আমার যে “সকল মুকুল গেলো ঝরে”
সুচিন্তিত মতামত দিন