⌗নৈর্ব্যক্তিক বিকেল
হতাশার ক্লান্ত ঘোড়াগুলো দৌড়ালেও
পিছিয়ে আছে মনের সভ্যতা
নির্মুলিত সময় লাগাম কষে টানে
চারিদিকে দেনাপাওনার হাঁকাহাঁকি
ধর্মাধর্মের যাঁতাকল পিষে মারে
সংসারজলে হাবুডুবু খাওয়া দিনকে
অহঙ্কারগুলো আমার চারিদিকে ঘোরে
ঘোরে অন্ধকারের জালে বিছানো স্রোত
অন্ধকার কুরুক্ষেত্র খুঁজে বেড়ায়
গিলে ফেলতে আমার নৈর্ব্যক্তিক বিকেলগুলো••
হতাশার ক্লান্ত ঘোড়াগুলো দৌড়ালেও
পিছিয়ে আছে মনের সভ্যতা
নির্মুলিত সময় লাগাম কষে টানে
চারিদিকে দেনাপাওনার হাঁকাহাঁকি
ধর্মাধর্মের যাঁতাকল পিষে মারে
সংসারজলে হাবুডুবু খাওয়া দিনকে
অহঙ্কারগুলো আমার চারিদিকে ঘোরে
ঘোরে অন্ধকারের জালে বিছানো স্রোত
অন্ধকার কুরুক্ষেত্র খুঁজে বেড়ায়
গিলে ফেলতে আমার নৈর্ব্যক্তিক বিকেলগুলো••
mdnasiruddin1959@gmail.com
সুচিন্তিত মতামত দিন