⌗ঝাপসা বসন্তে
আজ আবার পাহাড়ের পায়ের কাছে
রাখবো সাজিয়ে কিছু জংলী ঘ্রাণ,
রডোডেনড্রন লাল
অথবা একটা সবুজ পাখির চা বাগান
আমলকী পাতার নিঃশর্ত বিপ্লব থাকুক ঠোঁটের প্রান্তে
হারিয়ে ফেলা পথের আলতায় এখনও জন্মাবে ঘাস
নিমের সুশীতল মোহর ছায়া হারিয়েছে কাঠবনের রাস্তাখানা
হলুদ ফুলের চিবুকে ঘুমিয়ে আছে শিশুর জোছনা
এবার জাগিয়ে তোল নীল ঘুমের পর্বতমালা
মহ্রো ফুলে ঢাকা জমি
ঝুমকো লতার আবেগ
কুয়াশার ঋজু কেমিস্ট্রি
বসন্তে হারানো গুহাচিত্র
ঝাপসা টেলিফোন নম্বর
⌗নামহীন
পৃথিবীর রজঃসলা ভূমিতে ফসল ফলাই আমি,
আমার লাঙলে আজ যুদ্ধভূমির রক্ত চুঁইয়ে পড়ে
মন্থনে উঠে আসছে পীড়িত দেশের কান্নারস
আমার পোশাকে সিরিয়া, প্যালেস্তাইন,
প্যারিসের বারুদের তীব্র গন্ধ।
সন্ত্রাসবাদীদের সাথে আমিও
একই পতাকার নীচে দাঁড়িয়ে।
আজ আবার পাহাড়ের পায়ের কাছে
রাখবো সাজিয়ে কিছু জংলী ঘ্রাণ,
রডোডেনড্রন লাল
অথবা একটা সবুজ পাখির চা বাগান
আমলকী পাতার নিঃশর্ত বিপ্লব থাকুক ঠোঁটের প্রান্তে
হারিয়ে ফেলা পথের আলতায় এখনও জন্মাবে ঘাস
নিমের সুশীতল মোহর ছায়া হারিয়েছে কাঠবনের রাস্তাখানা
হলুদ ফুলের চিবুকে ঘুমিয়ে আছে শিশুর জোছনা
এবার জাগিয়ে তোল নীল ঘুমের পর্বতমালা
মহ্রো ফুলে ঢাকা জমি
ঝুমকো লতার আবেগ
কুয়াশার ঋজু কেমিস্ট্রি
বসন্তে হারানো গুহাচিত্র
ঝাপসা টেলিফোন নম্বর
⌗নামহীন
পৃথিবীর রজঃসলা ভূমিতে ফসল ফলাই আমি,
আমার লাঙলে আজ যুদ্ধভূমির রক্ত চুঁইয়ে পড়ে
মন্থনে উঠে আসছে পীড়িত দেশের কান্নারস
আমার পোশাকে সিরিয়া, প্যালেস্তাইন,
প্যারিসের বারুদের তীব্র গন্ধ।
সন্ত্রাসবাদীদের সাথে আমিও
একই পতাকার নীচে দাঁড়িয়ে।
সুচিন্তিত মতামত দিন