⌗এই বসন্তে
ঋতুরাজের উষ্ণ ছোঁয়ায় ,প্রকৃতি যেন রক্তিম হয়ে
অনন্যা গর্বিতা সুন্দরী।
এমনই বর্ণময় আভায়, প্রেমিক মনে জাগে
ভালবাসার সুর গুঞ্জরি।
কোকিলের কুহু কুহু তানে, প্রজাপতির রামধনু রঙে
উচ্ছ্বাসিত মন - দিগন্ত প্রসারী।
ফাগুনের আগুনের পরশে, উষ্ণতায়িত বিরহী রাধামন
সঙ্গোপনে ওঠে শিহরি।
প্রেমের মদিরতায়,আচ্ছন্ন ষোড়শীর
ইচ্ছে জেদ আবদার -
শিমুল, পলাশ ও অশোকের রাঙা নেশায়
হৃদয়ে উতলা সঞ্চার।
ফাগুনবৌ, অমলতাসের সোনা, মুগ্ধতায়
খুশীতে হৃদয়-বাড়ি।
ফাগুনের সমীরণে, এমনই ‘পার্বতী-দেবদাস’
‘রমা-রমেশ’ সাজায় স্বপ্নতরী।
মঞ্জরীর সুবাসভরা জ্যোৎস্না রাতে চকোরের মনে ওঠে
চকোরীর অবুঝ আবেগের লহরী।
মধুমাসের আবেশ ভরা,ভালবাসায় বেজে চলে করুণ
শিবরঞ্জনী রাগের বাঁশরী।
পর্ণমোচীর হাহাকারে মনে, জুড়ে যায় শূন্যতার অনন্ত
বিষাদের চিরন্তন গান্ধারী।
ব্যথিত ব্যাকুল পরাণে জেগে রয়, হাজার বেহুলারঅনন্ত
বিষাদের বিনিদ্র বিভাবরী।
এই বসন্ত জুড়ে, না জানি কত পলাশ - পর্ণমোচী
বিরহী ব্যাকুলে রয় অপেক্ষার সহচরী।
কেউ ভাসে পলাশের রঙ মেখে ,কেউ প্রজাপতির রামধনু ডানায়
কেউ স্বপ্নদেশে পাড়ি।
priyamitra20@rediffmail.com
ঋতুরাজের উষ্ণ ছোঁয়ায় ,প্রকৃতি যেন রক্তিম হয়ে
অনন্যা গর্বিতা সুন্দরী।
এমনই বর্ণময় আভায়, প্রেমিক মনে জাগে
ভালবাসার সুর গুঞ্জরি।
কোকিলের কুহু কুহু তানে, প্রজাপতির রামধনু রঙে
উচ্ছ্বাসিত মন - দিগন্ত প্রসারী।
ফাগুনের আগুনের পরশে, উষ্ণতায়িত বিরহী রাধামন
সঙ্গোপনে ওঠে শিহরি।
প্রেমের মদিরতায়,আচ্ছন্ন ষোড়শীর
ইচ্ছে জেদ আবদার -
শিমুল, পলাশ ও অশোকের রাঙা নেশায়
হৃদয়ে উতলা সঞ্চার।
ফাগুনবৌ, অমলতাসের সোনা, মুগ্ধতায়
খুশীতে হৃদয়-বাড়ি।
ফাগুনের সমীরণে, এমনই ‘পার্বতী-দেবদাস’
‘রমা-রমেশ’ সাজায় স্বপ্নতরী।
মঞ্জরীর সুবাসভরা জ্যোৎস্না রাতে চকোরের মনে ওঠে
চকোরীর অবুঝ আবেগের লহরী।
মধুমাসের আবেশ ভরা,ভালবাসায় বেজে চলে করুণ
শিবরঞ্জনী রাগের বাঁশরী।
পর্ণমোচীর হাহাকারে মনে, জুড়ে যায় শূন্যতার অনন্ত
বিষাদের চিরন্তন গান্ধারী।
ব্যথিত ব্যাকুল পরাণে জেগে রয়, হাজার বেহুলারঅনন্ত
বিষাদের বিনিদ্র বিভাবরী।
এই বসন্ত জুড়ে, না জানি কত পলাশ - পর্ণমোচী
বিরহী ব্যাকুলে রয় অপেক্ষার সহচরী।
কেউ ভাসে পলাশের রঙ মেখে ,কেউ প্রজাপতির রামধনু ডানায়
কেউ স্বপ্নদেশে পাড়ি।
priyamitra20@rediffmail.com
Tags:
কবিতা