মিঠুন চক্রবর্তী



তবু আছি

লি-কারের মত দাঁড়িয়ে আছি বর্ণমালায়।

তোমার অজস্র বিকশিত শব্দের মেঝেতে
কোনও শূন্যস্থান নেই-
যেখানে বসাবে আমায়।

তবু আছি, তবু আছি
যেভাবে নক্ষত্রমন্ডিত আকাশের গভীরে
শুয়ে থাকে ছায়াপথ...

চিরহরিৎ-এর হলুদও জানে
কিভাবে নীরবে উড়ে যেতে হয়
আগন্তুক হাওয়ায়

অথচ, ভালবাসা !
শূন্যে ছুঁড়ে দাও,
মেঘ হবে তোমার ছাদে।
মাটিতে টুকরো করে ভাঙো,
তোমারই অরণ্য হবে পরিচর্যাহীন।
জলে ফেলে দাও,
একটি সোনালি মাছ তোমার অ্যাকোয়ারিয়ামে
সহস্র বছর ধরে বুদবুদ কাটছে...


mithun198645@gmail.com



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.