মন্দিরা ঘোষ

মন্দিরা ঘোষ
নিস্তব্ধ স্মৃতির আবির

বসন্ত তার তুলি দিয়ে রঙ আঁকছে
মেঘের গায়ে বাতাসের পাখনায়
আর সবুজ উজ্জ্বল চোখের তারায়
বুকের বেরঙা ভাঁজগুলি ভরে উঠছে
সুরে গানে কথায়
কলেজ ফেরৎ কিছু সান্ধ্য আলাপে
লাইনের ওপর নামানো আছে বন্ধুতা
সেখানে উৎসবের ঘোর রাত
মগ্নতায় ট্রেনের হুইশেল নেই
সময়ের হাতঘড়ি নেই
সবাই মশগুল গল্পে আবিরে পলাশে
ট্রেনটি চলে যাওয়ার পর সেখানে
পড়ে আছে  রাশি রাশি লাল আবির
যেখানে শামিম ছিল যেখানে অমল ছিল
সেখানে লাল ওড়নার জড়িমা
কিছু শান্ত ছায়াকথার ভিড়ে সেদিন
বসন্ত ফেলে গেছে নিস্তব্ধ  স্মৃতির আবির ...





Previous Post Next Post