
হাতখোঁপা জড়াতে জড়াতেই পথ যায় বেঁকে
আজ নেই নতুন করে কিছু হারাবার ভয়
গায়ে কাঁটা দিচ্ছে ঝিরিঝিরি ঝোরো হাওয়ায়
স্যাঁৎস্যাঁতে বাস্প অশরীর মত আসছে ছুটে ....
রোজনামচায় ছিল দাঙ্গা জড়ানো ভালবাসা
থৈ থৈ করে ভেসে আসতো আশাবরীর সুর
মহুয়ার নেশা ম ম করতো উঠোন জুড়ে
ছিল শ্রাবন মেঘের অভিমান........
লিখে দিলাম ইচ্ছে সুখের চিঠি,আকাশের ঠিকানায়
কমলা রোদ মেখে ওরা যাবে প্রজাপতির পিঠে উড়ে
খোঁপা বাঁধা শেষ হলে, তুমি দিও ফুল গুঁজে
রেখে দিলাম এই ছাদ-সংসার আত্মজার কাছে...
সুচিন্তিত মতামত দিন