⌗মনের ঘরে ঘরে
অচিনপুরের কল্পদেশে
জ্যোৎস্না ঝরে পড়ে
মনের ঘরে রঙ লেগেছে
মনের ঘরে ঘরে ।
যেদিকে চাও আগুন ফাগুন
শিমুল পলাশ ঝরে
মনের ঘরে রঙ লেগেছে
মনের ঘরে ঘরে ।
প্রাণের কথা বলি এসো
মনের কাছে সরে
মনের ঘরে রঙ লেগেছে
মনের ঘরে ঘরে ।
এমনি সময় খোয়াই পাড়ে
বাউল মনে ধরে
মনের ঘরে রঙ লেগেছে
মনের ঘরে ঘরে ।
⌗ফাগুন ফাগুন হাওয়া
শীত পালাতেই চারপাশটায়
খুশি খুশির ঢেউ
যেদিকে চাই রঙের খেলা
আসবে যেন কেউ ।
জানলা খুলে চেয়ে দেখি
রোদের নতুন সাজ
মনটা আজকে উরু উরু
হারিয়ে গেছে কাজ ।
পলাশ বনে রঙ ধরেছে
কোকিল কুহু তানে
শিমুলও আজ আগুন রাঙা
মন মেতেছে গানে ।
এত রঙের মানে হলো
ফাগুন ফাগুন হাওয়া
ফাগুন মানে আগুন রঙে
মনের কাছে যাওয়া ।
অচিনপুরের কল্পদেশে
জ্যোৎস্না ঝরে পড়ে
মনের ঘরে রঙ লেগেছে
মনের ঘরে ঘরে ।
যেদিকে চাও আগুন ফাগুন
শিমুল পলাশ ঝরে
মনের ঘরে রঙ লেগেছে
মনের ঘরে ঘরে ।
প্রাণের কথা বলি এসো
মনের কাছে সরে
মনের ঘরে রঙ লেগেছে
মনের ঘরে ঘরে ।
এমনি সময় খোয়াই পাড়ে
বাউল মনে ধরে
মনের ঘরে রঙ লেগেছে
মনের ঘরে ঘরে ।
⌗ফাগুন ফাগুন হাওয়া
শীত পালাতেই চারপাশটায়
খুশি খুশির ঢেউ
যেদিকে চাই রঙের খেলা
আসবে যেন কেউ ।
জানলা খুলে চেয়ে দেখি
রোদের নতুন সাজ
মনটা আজকে উরু উরু
হারিয়ে গেছে কাজ ।
পলাশ বনে রঙ ধরেছে
কোকিল কুহু তানে
শিমুলও আজ আগুন রাঙা
মন মেতেছে গানে ।
এত রঙের মানে হলো
ফাগুন ফাগুন হাওয়া
ফাগুন মানে আগুন রঙে
মনের কাছে যাওয়া ।
সুচিন্তিত মতামত দিন