⌗বসন্ত তুমি এসো
ভগ্নহৃদয় , ভালবাসাহীন পৃথিবী ,
তবু বসন্ত এসো ।
রঙের ছোঁয়ায় ,চুম্বন এঁকে একটু ভালবেসো ।
এসো বসন্ত এসো --
সে কোন ভোরবেলায় কোয়েল ডেকেছে কুহু স্বরে
পলাশ শিমুল ফুটেছিল থরে থরে ,
তারপর ফিরে গেছে কখন নিশ্চুপ ঘরে ।
তবু বসন্ত এসো --
শাল পিয়ালের পথটি ধরে ,সোনাঝুরির বন পেরিয়ে ,
হলুদবরণ শাড়িটি পরে ,আমাদের এই জীর্ণ ঘরে ,
রঙে রঙে তুমি হেসো ,
ওগো বসন্ত এসো ----
উড়াও আবির মিলাও প্রাণ ,মিলুক প্রাণ
মান অভিমান হোক অবসান ,শুনাও গান ,
ভরাও সব শূন্য প্রাণ , শুধু ভালবেসো্ ,
নববসন্ত , এসো ।
koyeli.kuhu@gmail.com
ভগ্নহৃদয় , ভালবাসাহীন পৃথিবী ,
তবু বসন্ত এসো ।
রঙের ছোঁয়ায় ,চুম্বন এঁকে একটু ভালবেসো ।
এসো বসন্ত এসো --
সে কোন ভোরবেলায় কোয়েল ডেকেছে কুহু স্বরে
পলাশ শিমুল ফুটেছিল থরে থরে ,
তারপর ফিরে গেছে কখন নিশ্চুপ ঘরে ।
তবু বসন্ত এসো --
শাল পিয়ালের পথটি ধরে ,সোনাঝুরির বন পেরিয়ে ,
হলুদবরণ শাড়িটি পরে ,আমাদের এই জীর্ণ ঘরে ,
রঙে রঙে তুমি হেসো ,
ওগো বসন্ত এসো ----
উড়াও আবির মিলাও প্রাণ ,মিলুক প্রাণ
মান অভিমান হোক অবসান ,শুনাও গান ,
ভরাও সব শূন্য প্রাণ , শুধু ভালবেসো্ ,
নববসন্ত , এসো ।
koyeli.kuhu@gmail.com
Tags:
কবিতা