☐এই ফাগুনে
আকাশ জুড়ে রামধনু রঙ
পলাশ শিমুল ডাকে
এমন ফাগুন দিনে কে গো
রঙের ছবি আঁকে !
কৃষ্ণচূড়ার প্রেম নিয়ে যা
বসন্ত দিন বলে
ও মেয়ে তোর রঙ লাগে নি
মন ওঠে নি দুলে ?
প্রকৃতি তার প্রেম ছড়ালো
রাখিস দু হাত ভরে
কেউ ডাকে নি এই ফাগুনে
দেয় নি নাড়া দোরে ?
subhashis.dinhata@gmail.com
সুচিন্তিত মতামত দিন