⌗এই বসন্তে তুমি নেই,তবুও বেপরোয়া শিমুল ফুটেছে কুহু স্বরে হু হু করছে বুক বাগানে বসন্ত এসেছে আবার! বগেনভেলিয়ার সাদর অভিবাদনে খুশী রঙ্গনের দল ... চাপ চাপ বেল কুঁড়ির ঘ্রাণ মন কেমনের বাতাস বইছে আজ বাগানে একটা উদাসী বুলবুলি শূন্য চেয়ার ,শুধু তুমি নেই।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন