অমরেশ বিশ্বাস



ব্যাকুল ফাগুন

আম বাগানে ব্যাকুল হয়ে 
কুহু কুহু কোকিল ডাকে
মৌমাছিরা শুধায়, কোকিল 
অমন করে খুঁজছ কাকে?

এই ফাগুনে তোমার গানে 
মন যে সবার হয় উতলা
শুধালে পরে বলে মনের 
খবর সে তো যায় না বলা। 

ভোর না হতেই কোকিলগুলো 
মাতিয়ে তোলে সারা পাড়া
শিমুল পলাশ ফুটে উঠে 
দেয় যেন সেই ডাকে সাড়া।

কোথা থেকে সৌরভ এসে 
আমের বাগান মাতিয়ে তোলে
বেশ ভাল হয় সারা বছর 
ফাগুন মাসের মত হলে।

ফাগুন মনে আগুন জ্বালায় 
ইচ্ছে করে মরি পুড়ে
ফাগুনরে তুই মনের ভিতর 
থাক চিরকাল প্রাণটা জুড়ে।


12.amaresh@gmail.com



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন