⌗নিঃসঙ্গতা
সেদিন রক্তিম বিকেলে
আমি আঁকাবাঁকা পথ ধরে একা হেঁটে দূরে বহুদূরে....
ছিলে না তুমি!
ছিল না আমাদের সেই মধুর প্রাণোচ্ছ্বল কথা,
ছিল না বিগত বৃষ্টির রিমঝিম কথা।
ভাবতে ভাবতে চোখভরা জলে
অস্তমিত সূর্য ছটা ...
ভুলে ছিলাম -
ক্ষণিকে দুঃখ, সুখে -
সাথে শুধু তোমারই স্মৃতি।
আজ বড়ই একা,
আজ এই নিঃসঙ্গ জীবনে
শূন্যে শুধুই ভেসে বেড়ানো।।
rinkubiswas90@gmail.com
সুচিন্তিত মতামত দিন