Header Ads

Breaking News
recent

অমরেশ বিশ্বাসআজ বসন্তে

আয় আয় আয়রে সবাই আয়রে ছুটে
দেখে যা শিমুল, পলাশ কেমন উঠল ফুটে।
দেখিসনি কেউ তোরা এখনো জানলা খুলে
আয় দেখে যা সেজেছে সে রঙীন ফুলে।

মৃদু মৃদু বইছে হাওয়া তরুর শাখে
এমন দিনে কি করে কেউ ঘরে থাকে।
মন কাড়ে সে ডাকে চোখের ইশারাতে
করিসনে আর দেরি সময় নেইরে হাতে।

মন মেতেছে দেখ কিরকম রঙের নেশায়
মদিরা বিনা তাই যেন মন আজ ভেসে যায়।
বইছে সবার মনেতে তাই  খুশির জোয়ার
খুলে দে ওরে খুলে দে তোরা মনের দুয়ার।

মনকে ফোটাও আজকে সবাই ফুলের মত
এমন দিনে ভুলে যাও পুরোনো দ্বন্দ যত।
রঙের দেশে মিলেমিশে থাকব সবাই
মনে ভেদাভেদ, হিংসা ও দ্বেষ পাবে না ঠাঁই।

শুনছ কি না, বসন্ত নাড়ে কড়া দুয়ারে
বুকের ভিতর ডেকে নাও সব আজকে তারে।
যায় যায় যায়রে বেলা, যায় যে চলে
তোরা সবাই মিলেমিশে আয় দলে দলে।

শিমুল, পলাশ ফুল সকলই উঠল ফুটে
আয় আয় আয়রে সবাই আয়রে ছুটে।
কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.