⌗এখানে বসন্ত নেই
এখানে বসন্ত নেই,
ঝরাপাতার মত শীর্ণ দেহ রক্তমাখা মুখ-
শিশুর মুখে বন্দুকের নল সেলফিতে বীর সেনাদল।
এখানে বসন্ত নেই,
লাল আবিরের গুঁড়ো গোলাবারুদে মিশ্রিত-
স্টেনগান ভারী বুলেটের শব্দ।
এখানে বসন্ত নেই--
ডি-জে গানের তীব্রতা নেই,
শুধু স্বজনহারা শোকের কান্না মৃত্যুর কোলাহল।
এখানে বসন্ত নেই,
রাঙা পলাশের গন্ধ কার্তুজে মিশে বিষাক্ত ধোয়ায় শ্বাসরোধে মৃত্যুর শব।
এখানে বসন্ত নেই-----
রাঙা হাসি নেই; যেন নব্য "কলিঙ্গ"
অভিশপ্ত বাতাসে শুধু হাহাকারের মৃত্যুপুরী।
সুচিন্তিত মতামত দিন