উজান উপাধ্যায়


 অসহ দূরবীন 

পাশাপাশি বসে থাকা মানুষেরা
পায়ে পা লাগিয়ে রেখেছে,
গায়ে গা লাগিয়ে
বসে আছে ...
আর অনাবিল সাঁকো জুড়ে
অভাবনীয় মিলন উৎসব !

দুপুরের অবসন্ন রাস্তা ও মেঘ,
হৃদয়ে হৃদয় রেখে
সুখ দুঃখ ভাগ করে নেয়

বিনিময়ে কিছুই মেলেনি
অথচ নিখা়দ বন্ধুতা
লেপ্টে আছে যুথবদ্ধ ঘামে !!
এসব অলীক উপপাদ্য জ্যামিতিক
কল্পনায়--
বিলাসবহুল রূপকথার শরীরি নির্মাণ।

এমন মিছড়ি মেশানো ঠান্ডা জলে
যেভাবে জুড়ায় তৃষ্ণার্তের শতাধিক অপেক্ষা -বছর --
ঠিক সেইভাবে
পাশাপাশি থেকে যাওয়া মেঘ,রোদ্দুরেরা
এমনকি প্রতিবেশী দেশ
বিজ্ঞাপনী গঁদের আঠার মত
কোনও এক অনিবার্য আসঞ্জনে
আষ্টেপৃষ্ঠে বেঁধে দিক নাগরিক মন,কৈশোরের
ছটফটে প্রণয়ের
দামাল বিচ্ছুরণ....
দিগন্তে লিখে দিক ভালোবাসা নাম--

ভেবেছি এমন....
শতাব্দী জুড়েই ভেবে গেছি--

দূরবীন এ চোখ রাখতেই দৃশ্যগুলো
সহস্র মাইল সরে যাচ্ছে রোজ....





একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন