যেভাবে অল্প ( অল্প করে সেরে উঠি
অতিময় ক্ষুদ্র বর্ণের আলোয়,আমার বাড়ি ভড়ে উঠেছে
প্রয়োজন ফুরিয়ে এলে,যেভাবে ছায়ায় ভড়ে ওঠে মাঠ
নদীর দুপাশের পাল্টা স্রোত,বই খাতা চেনে না, চেনে না
কিভাবে শান্ত হলে,কেউ ভ্রান্ত করে ছেড়ে দেয়,অক্ষরপাঠ।
ঠিক তখনই পুরনো যে রাস্তায় তুমি শব্দ ফিরে পেয়েছিলে
যে রাস্তা তোমার দেবতার আকাশে, মাটি করে আছে চতুর্দিক
সে সব জমা ক্ষয়,জমিয়ে জমিয়ে যখন কোন একজন হয়
মুক্ত চিড়ে,ঝিনুকের ব্যথা যে মনে ধরে রাখে ঠিক।
তাকে কেনই বা আর ঠিক বলবে,তোমার বিস্তৃত চিন্তাধারায়
বলবে সেরে উঠলে, না হয় আবারও লিখো,তেইশ হাজার ল্যান্ড মাইন,
যাতে পা দিলে আর বিস্ময়ের কোন ভূমিকা থাকে না
বিস্ফোরণের বহু বহু আগে,তুলে রাখা সাজানো গোছানো, এক দু লাইন।
যাকে ধরে শুধুই এগিয়ে যাওয়ার রাস্তা আছে ,ভেঙে পড়ার কোন দাসত্ব নেই...
যাকে ধরে শুধুই রোদ ওঠার আছে, আছে জলের উপর
হাজার রঙের ছায়া ... কিছু দিন তাকিয়ে থাকলেই।
lic.avishek.ghosh@gmail.com
সুচিন্তিত মতামত দিন