ক্ষত
জলের গভীরে পলি জমে জমে
মাটিদেহ হয়েছে পাথর।
লাভার বুদ্বুদ ঘন হয়ে
পিউমিসে জমিয়েছে ক্ষত।
হৃদয়ের সব কুঠুরিতে
কান্নায় মিশেছে যে স্নান
জমাট বেঁধেছে নভোনীড়ে ,
পেয়ে গেছি উদাসী অক্ষর।
বিন্দু বিন্দু ঘামে
আকাশে ছড়িয়ে স্নেহঘ্রাণ !
এ অনিন্দ্য জন্মশোকে
অঘ্রাণের বর্ণমালা ভাসে
বুকে নিয়ে অনিঃশেষ প্রত্যাখ্যান।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন