হে আমার আত্মার প্রকাশ
যেখানেই যাই আর যত দূরেই থাকি, তুমি থাকো
বুকের ভিতরে, সারাটি চেতনায়। আমার নিঃশ্বাসের মত।
আমার সমস্ত ভুল আর না শুধরানো দোষগুলো পেরিয়ে
তোমার ছোঁয়ায় নিমেষে শুদ্ধ হয়ে যাই।
কোন ভিনদেশীর কথা শুনে আমি তার অর্থ বুঝি তোমাকে দিয়ে,
আমার সমস্ত বোধকে ছাপিয়ে, তোমার পরশপাথর ছুঁয়ে
সে তখন খুব আপনার হয়ে যায়।
চাবুকের শব্দ আর পাখির গান সবই আমি বাংলা দিয়ে বুঝি।
আমার স্বপ্নের মানে, হাওয়ায় উড়ে যাবার আর্তি
আর দুর্দিনে ভেঙে পড়ার বদলে রুখে দাঁড়ানোর নির্দেশ
সব বুঝে যাই তোমার ইশারায়। তাই মুহূর্তে ঝেড়ে ফেলতে পারি
যাবতীয় অলস নৈশব্দ। হে আমার আত্মার প্রকাশ,
তোমাকে নিয়ে আমার আশৈশব কথোপকথন
তোমাকে নিয়েই আমার চেনা অচেনা পথ পরিক্রমা।
সুচিন্তিত মতামত দিন