একুশের বলিদান
মায়ের দেওয়া বাংলাভাষা অমৃত সমান।
রক্ত ঝরিয়ে মাতৃভাষাকে দিয়েছে প্রকৃত সম্মান।
প্রাণের ভাষা রক্ষাকল্পে করেনি বশ্যতা স্বীকার।
বাংলা ভাষার সম্মানকে দিয়েছিল অগ্রাধিকার।
জীবনকে তুচ্ছ করে ঝাঁপিয়েছিল আন্দোলনে।
মৌলিক অধিকার ফিরে পেতে ডরায়নি প্রাণে।
শতশত বাঁধাকে হেলায় উপেক্ষা করে।
স্থির লক্ষ্য শুধু সাংস্কৃতিক বিপ্লবের তরে।
মাতৃভাষাকে গৌরবান্বিত করাই একমাত্র লক্ষ্য।
মাতৃভাষার এত অপমান করেনি কভু সহ্য।
ভাষা রক্ষায় গেছে অগনতি নিষ্পাপ প্রাণ।
তাই আজ স্মরণ করি একুশের বলিদান।
মায়ের দেওয়া বাংলাভাষা অমৃত সমান।
রক্ত ঝরিয়ে মাতৃভাষাকে দিয়েছে প্রকৃত সম্মান।
প্রাণের ভাষা রক্ষাকল্পে করেনি বশ্যতা স্বীকার।
বাংলা ভাষার সম্মানকে দিয়েছিল অগ্রাধিকার।
জীবনকে তুচ্ছ করে ঝাঁপিয়েছিল আন্দোলনে।
মৌলিক অধিকার ফিরে পেতে ডরায়নি প্রাণে।
শতশত বাঁধাকে হেলায় উপেক্ষা করে।
স্থির লক্ষ্য শুধু সাংস্কৃতিক বিপ্লবের তরে।
মাতৃভাষাকে গৌরবান্বিত করাই একমাত্র লক্ষ্য।
মাতৃভাষার এত অপমান করেনি কভু সহ্য।
ভাষা রক্ষায় গেছে অগনতি নিষ্পাপ প্রাণ।
তাই আজ স্মরণ করি একুশের বলিদান।
Tags:
কবিতা