মনখারাপের কবিতা
শীত-বসন্ত-বর্ষা-শরত আকাশ-জমিন রাস্তা ধুলো
এই শহরে প্রেমিক মানেই মুখচোরা ওই কান্না গুলো।
হিমেল বিকেল, বর্ষা দুপুর, কিম্বা দারুন গ্রীষ্মকালে,
রাত ফুরোনো নোনতা স্বাদের গল্প মেশে হিম সকালে।
অভাব বোধে বাঁচতে শেখা আপৎকালীন বিষণ্ণতায়
হারিয়ে যাওয়া মানুষ ফেরে ঘুমিয়ে পড়া মিথ্যে কথায়।
কথার বাঁধন আলগা হলে টান পড়ে যায় উপন্যাসে
লোডশেডিঙের খয়েরি রাতে আজও কিছু দুঃখ ভাসে।
দুঃখ-সুখের রাতগুলোতে জাপটে থেকো খুব, আমাকে
আমিও জানি, মনখারাপের মধ্যে ভীষণ রকম আদর থাকে।