শ্রীলেখা মুখার্জ্জী

শ্রীলেখা মুখার্জ্জী
 হৃদয়ের ভাষা...মাতৃভাষা 

হৃদয় গোপনে জমানো যতো কথা
ভাষা খোঁজে... অতি পরিচিত ছন্দ ;

আবেগের বিস্ফোরণ ,
সেতো মাতৃভাষার আঁচলেই বাঁধা আছে
যুগ-যুগান্তর ধরে....

আমার স্বতঃস্ফুর্ত উচ্চারণের বুলি
ঠোঁটের কোণে সদ্যফোটা খই ;

আমার অনুভূতিরা শব্দ সন্ধানী ;
বুকপকেটে যারা ভিড় করে আছে
স্বর- ব্যঞ্জনে মিলেমিশে...

জন্ম থেকে মৃত্যু
আমার শিরায় শিরায় ঝংকার তোলে
যে ভাষা...সে আমার জন্মগত অধিকার ;
জীবনের শ্বাস প্রশ্বাস..আমার মাতৃভাষা---



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.