দধীচি পুরুষ
দধীচি পুরুষ চতুর্বর্গ লক্ষ্য তোমার নয়
সংগ্রামের দিনে
বুকের ভেতর পোষ দ্রোহের গান
মৃত্যু মেখে রাখো জীবনে
নদীর মতো উদ্দাম ছুটে
আগুনে ঢেলে দাও অস্থি
পৃথিবীর বুকে জ্বলে ওঠে মশাল
ভাষাতন্ত্রে জাগাও স্বাধীনতার শপথ
স্বপ্নরাত মোছে নেপথ্য কান্না সঙ্গীত
তুমি শোন আর কে শোনে সে সব
বর্ণমালা জুড়ে রক্তের ধারা আর আর্তরব
শোনে ভাষাপাগল কবি আর তার শব ।।
সুচিন্তিত মতামত দিন