নবনীতা সরকার

নবনীতা সরকার
 আমার বাংলা 

সীমা থেকে অসীম ছাড়িয়ে
বাতাসের স্রোতে  মিশে একাকার।
পদ্মদীঘির গোলাপিপুরে পানকৌরির
সাথে বসত যার। সেই আমার বাংলা।

অন্তপুরের গোপন আনগোনা ঢেকে রাখে বাসন্তী আাঁচল
হাওয়ার হিমেল ছোঁয়া পেতেই সর্ষে ক্ষেতে বাজে মাদল।
মায়ের বুকের গন্ধ মেখে বসন্তের মাটি রোদ পোহায়।
রাঙা মাটির পথে বাউল বাংলা মায়ের ঘ্রাণ ছড়ায়।
সন্ধ্যে নামে!নিকষ কালো ঝিঁ ঝিঁর ডাক নিঝুম ঝুম
গাঙুর পারে শান্ত নীড়ে শালিক,হিজল পারছে ঘুম।
ভরা গাঙে পুর্ণিমা চাঁদ গলে পড়ে রূপোলি আভায়।
ভাটিয়ালির ঝংকারে  মাঝি ভাই  বৈঠা বায়।
গ্রীষ্ম,বর্ষা গাঁয়ের বধূ-কেউ খড় কেউ ছলাৎছল,
আমার বাংলা রূপসী কন্যা অঙ্গ জুড়ে রূপের ঢল।
ভোরে শিশির ভেজা ঘাসে মায়ের আলতামাখা পায়ের ছাপ।
গোধূলি আকাশ ভিজিয়ে রাখে অস্তরাগের রক্তিমালাপ।
আম্রপালীর মাদকতা ইছামতীর গা বেয়ে ছাড়িয়ে যায় কাঁটাতার ।
প্রকৃতি বোঝেনা পার্থক্য প্রাচীরের!ভাষা ঠিক কোনটা কার?

এপার বাংলা ওপার বাংলা-যেন এক ই মায়ের দুটি চোখ
ভাষার মিলের  অন্তরালে অন্তরের ও মিলন হোক।
যেই ভাষাতে রক্ত দিয়ে লেখা ত্যাগের ইতিহাস-
বীর শহিদের সেই ভাষাতে হোক বিশ্ব সংসারের বাস।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.