একুশে মা
একুশের শরীরটা ভালো ছিলো না সেদিন
কেমন যেন গা গুলিয়ে যাচ্ছিল বারবার!
রাঙা ধারায় পিচ্ছিল উরু ... শুকিয়ে কালসিটে পড়ে গেছে।
মাতৃত্বের বানডাকা জোয়ার ছড়িয়ে পড়েছে সারা বাংলায়;
অলি গলি ভেদ করে চলে আসে রাজপথ বরাবর
মা-ভাষা কারো চোখরাঙানিতে থমকে থাকে না, থমকে থাকেনা তার বিজয় স্রোত;
সালাম, রফিক, বরকত, জব্বার তখন
কফিনের ভেতর থেকে উঁকি মেরে
নতুন ভোর দেখার ছলে চেয়ে আছে তোমার দিকে...
তুমি চোখ মুছতে মুছতে ভাবছো এও কি সম্ভব!
ঋতুতেও এত নিষ্পাপ রক্তঝরেনি আগে......
একুশের শরীরটা ভালো ছিলো না সেদিন
কেমন যেন গা গুলিয়ে যাচ্ছিল বারবার!
রাঙা ধারায় পিচ্ছিল উরু ... শুকিয়ে কালসিটে পড়ে গেছে।
মাতৃত্বের বানডাকা জোয়ার ছড়িয়ে পড়েছে সারা বাংলায়;
অলি গলি ভেদ করে চলে আসে রাজপথ বরাবর
মা-ভাষা কারো চোখরাঙানিতে থমকে থাকে না, থমকে থাকেনা তার বিজয় স্রোত;
সালাম, রফিক, বরকত, জব্বার তখন
কফিনের ভেতর থেকে উঁকি মেরে
নতুন ভোর দেখার ছলে চেয়ে আছে তোমার দিকে...
তুমি চোখ মুছতে মুছতে ভাবছো এও কি সম্ভব!
ঋতুতেও এত নিষ্পাপ রক্তঝরেনি আগে......
সুচিন্তিত মতামত দিন