প্লেটোনিক
ছবি :এক
আবক্ষ মূর্তির সামনে মাথা নুইয়ে
আমি বলি, প্রণাম
বাংলায় কবিতা লেখার পর
আমার প্রত্যুত্তর, ধন্যবাদ ...
নদী প্রবহমান।
কোলাহল।
(আবহ সঙ্গীত)
রোজ আমি বদলে যাচ্ছি
রঙ মাখছে পৃথিবীটাও
ভাষা যদি বাধা হয়
সুরে সুরে গা ভাসাও
ছবি:দুই
প্রেমিক চিঠি লেখে প্রেমিকাকে--
আমি তোমায় ভালোবাসি।আমার চোখে আর মনে তুমি জেগে আছো ...
জানি একটু বেশী শব্দ।তবু জবাবটা বাংলাতেই দিও ...
ছবি :এক
আবক্ষ মূর্তির সামনে মাথা নুইয়ে
আমি বলি, প্রণাম
বাংলায় কবিতা লেখার পর
আমার প্রত্যুত্তর, ধন্যবাদ ...
নদী প্রবহমান।
কোলাহল।
(আবহ সঙ্গীত)
রোজ আমি বদলে যাচ্ছি
রঙ মাখছে পৃথিবীটাও
ভাষা যদি বাধা হয়
সুরে সুরে গা ভাসাও
ছবি:দুই
প্রেমিক চিঠি লেখে প্রেমিকাকে--
আমি তোমায় ভালোবাসি।আমার চোখে আর মনে তুমি জেগে আছো ...
জানি একটু বেশী শব্দ।তবু জবাবটা বাংলাতেই দিও ...
Tags:
কবিতা