স্বপ্ননীল রুদ্র

স্বপ্ননীল রুদ্র
 ডানাওয়ালা শুষ্কতা 

মেঘের পাঁজর ফুঁড়ে উঁকি দিয়েছে জলের ফলা
প্রতিভাবান ফিনকির সঙ্গে নেমেছে মেধাবী জল,
বালু-নিষ্পেষিত নদীখাতে মৃত কাশের ঝোপঝাড়
আমার মাতৃভাষার মতো পড়ে, একদা উচ্ছল

পর্যটন বুনেছিল বর্ণমালার বীজ ছড়িয়ে---
ঘরে ঘরে, গ্রামে ও শহরে অগণন কৃষকেরা
জল-আরাধনার প্রসাদ অক্ষরে অক্ষরে মুড়ে
অকাতরে বিলিয়ে দিতেই কাঁপে স্বাদকোরকেরা

স্বাদু পর্যটনে আমি ফেলে দিয়েছি আমার ফেরা,
স্বাদু পর্যটনে তুমি কুড়িয়েছ নিসর্গ-রুমাল,
ইউনেস্কোর উঠোনে মধুবুলি ফুটিয়ে আমার
সন্তান মাতৃস্তন্যর জন্য মা'কে করেছে নাকাল...

স্বপ্নে মেঘের পাঁজর ফুঁড়ে চুইয়ে পড়ে ভাষাস্তন্য
টপ টপ করে নেমে নিশুতি সরণিতে গড়ায়,
চড়া-নদীর বাতাস ডানাওয়ালা শুষ্কতা উড়িয়ে
আমাদের নিঝুম গলি থেকে দুধ শুষে নিয়ে যায়...




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.