প্রিয়দর্শিনী মিত্র


 আমি মুক্তি চাই 

আমি মুক্তি চাই
আকাশের কোলে  উড়তে চাই,
প্রকৃতির গভীরে হারাতে চাই ,
আমি মুক্তি চাই।

আমি মুক্তি চাই
হাজারো মাধবীর গন্ধে হারাতে  চাই,
আকাশে অজস্র তারার মাঝে  নীরবে  মিশে  যেতে  চাই,
আমি মুক্তি চাই।

আমি মুক্তি চাই।
প্রথম বৃষ্টির মাটিভেজা গন্ধ প্রানভরে নিতে চাই,
জ্যোৎস্নার আলোয় নিভৃতে নিশীথে একাকী  ভিজতে চাই,
আমি মুক্তি চাই।

আমি মুক্তি চাই।
বসন্তে বাতাবিলেবুর ফুলের গন্ধে প্রাণ ভরাতে চাই,
শরতের ভোরে শিউলি ফুল ঝুড়িভরে কুড়তে চাই,
আমি মুক্তি চাই।

আমি মুক্তি চাই।
অনেক পুরানো  লোকের ভিড়ে হারাতে চাই ,
অনেক জনের সাথে সুখদুঃখ ভাগ করে  নিতে চাই,
আমি মুক্তি চাই।

আমি মুক্তি চাই।
বৃষ্টির জলে কাগজের  নৌকা  ভাসাতে চাই,
পুতুল খেলার  বাক্সগুলো আবার সাজাতে চাই,
আমি মুক্তি চাই।

আমি মুক্তি চাই।
বাবার হাত ধরে আবার শৈশবে ফিরতে চাই ,
মায়ের শাসনে যৌবনের সীমারেখাকে বাঁধতে চাই,
আমি মুক্তি চাই।

আমি মুক্তি চাই।
সবুজের মাঝে  অবুঝ হয়ে  বাঁচতে চাই,
রূপকথার স্বপ্নে ভরা দিনগুলি ফিরে পেতে চাই,
আমি মুক্তি চাই।

আমি মুক্তি চাই।
গরমের সন্ধ্যায় কীর্তনের আওয়াজ শুনতে চাই ,
ভোরের  ঘুমঘুম আবেশে আজানের ধ্বনি শুনতে  চাই ,
আমি মুক্তি চাই।

আমি মুক্তি চাই ।
ফরিদার কাছে  আরব্য রজনীর গল্প শুনে বিভোর হতে চাই ,
নারায়ণীর ঠাকুরদারঝুলির মনসার গল্পে শিউরে উঠতে চাই,
আমি মুক্তি চাই ।

আমি মুক্তি চাই ।
মহিমের কাছ হতে হাজার বেলি হাতভরে নিতে চাই ,
রামকৃষ্ণের সাথে পিকনিকের দিনগুলি ফিরে পেতে চাই,
আমি মুক্তি চাই ।

আমি মুক্তি চাই ।
মিথ্যা ভেদাভেদ ভুলে  সকলকে   ভালবাসার বাঁধনে  বাঁধতে চাই,
অনেক পথ হেঁটে আপনজনের গন্ধভরা ছোটবেলার স্কুলে  পৌঁছাতে চাই ,
আমি মুক্তিচাই।

আমি মুক্তি চাই।
সবুজের মাঝে  অবুঝ হয়ে  বাঁচতে চাই,
রূপকথার স্বপ্নে ভরা দিনগুলি ফিরে পেতে চাই,
আমি মুক্তি চাই।

আমি মুক্তি চাই।
শুধু নারী নয়  মানুষ হয়ে  বাঁচতে চাই ,
একক স্বাধীনতায় হাজার মানুষ গড়াতে চাই
আমি মুক্তি চাই।

আমি মুক্তি চাই।
ভালবাসা দিয়ে আর নিয়ে বাঁচতে চাই,
সমান অধিকারের নীতিতে সোচ্চার হতে চাই,
আমি মুক্তি চাই ।

আমি মুক্তি চাই ।
হাজার সংকীর্ণতার বেড়াজাল ছিন্ন করতে চাই ,
নিয়মের নামে অনীতির প্রথা পরিবর্তন করতে চাই,
আমি মুক্তি চাই ।

আমি মুক্তি চাই
অনিত্যে ভরা  জীবনে সমতার নিত্যতা স্হাপন করতে চাই,
সৎ ইচ্ছা একাই একশ প্রমান করে মরতে চাই,
আমি মুক্তিচাই।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.