অভিজিৎ পাল

অভিজিৎ পাল
 প্রহসন 

আমরা আগে থেকেই জানি তালিকায় কারা কারা থাকবে
কারা কারা পাবে, আর কারা ফিরে যাবে
ওদের কারও হাত আছে, কারও ঈশ্বর-পিতা

যতটাই জানি না কেন আমি, রহস্য উন্মোচন করবো না
ফোনে ফোনে থেকে যায় কথোপকথনের রিল
ওয়াটস্ অ্যাপ যত ক্রুরমুগ্ধকর দলিল করে রাখে
হারিয়ে যাওয়া মুখের মতো ফেলে দিয়েছ মেধা

ক্ষমতার জন্য তুমি ডিগ্রি বেছে রাখো
কাউকেই বলবো না আমি যতটুকু সত্যি জানি
জানি আবার সাজবে তালিকা, আবার ঝুলবে চেনা নাম

বেশি বাড়াবাড়ি করলেও তোমাকে ধরিয়ে দেওয়ার কেউ নেই...



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.