জ্যোৎস্নাশরীরের ছবি
ভরসা টুকুই ভেসে থাক
যেভাবে রোদ ভাসে বাতাসে
বিষণ্ণতা ভাসে বুকের অনেকটা নীচে
তোমার ফিরিয়ে নেওয়া মুখের রেখায়
লেখা হয়ে যায় হাজার কবিতা
আমাদের পিঠোপিঠি কথাগুলি
সকালের আলোয় আরো
ধারালো হয়ে ওঠে
শুধু থেকে যায় পাশ দিয়ে
বয়ে চলা নদীটির নাম
গ্রাম্য আখ্যানে ডুবে যাওয়া বিকেল
তোমার অবাধ্য আঙ্গুলে আঁকা
নরম জ্যোৎস্নাশরীরের ছবি
সব নিশ্চয়তা ভেঙ্গে
রইলাম তবু ধূলোর গন্ধে
পাতার ফাঁক দিয়ে গলে পড়া
সকালের রোদে
তোমার শূন্যঘরে আনমনা
পর্দার দোলায় পড়ে রইল দৃষ্টি
সব নিশ্চয়তা ভেঙ্গে রইলাম
তোমার নির্মাণের ভেতর
অনিশ্চিত সন্ধ্যাদীপ হয়ে
ভরসা টুকুই ভেসে থাক
যেভাবে রোদ ভাসে বাতাসে
বিষণ্ণতা ভাসে বুকের অনেকটা নীচে
তোমার ফিরিয়ে নেওয়া মুখের রেখায়
লেখা হয়ে যায় হাজার কবিতা
আমাদের পিঠোপিঠি কথাগুলি
সকালের আলোয় আরো
ধারালো হয়ে ওঠে
শুধু থেকে যায় পাশ দিয়ে
বয়ে চলা নদীটির নাম
গ্রাম্য আখ্যানে ডুবে যাওয়া বিকেল
তোমার অবাধ্য আঙ্গুলে আঁকা
নরম জ্যোৎস্নাশরীরের ছবি
সব নিশ্চয়তা ভেঙ্গে
রইলাম তবু ধূলোর গন্ধে
পাতার ফাঁক দিয়ে গলে পড়া
সকালের রোদে
তোমার শূন্যঘরে আনমনা
পর্দার দোলায় পড়ে রইল দৃষ্টি
সব নিশ্চয়তা ভেঙ্গে রইলাম
তোমার নির্মাণের ভেতর
অনিশ্চিত সন্ধ্যাদীপ হয়ে
সুচিন্তিত মতামত দিন