দোলযাত্রা
গৌরপ্রাঙ্গনে বন্ধুদের সঙ্গে আকাশে আবীর ছুঁড়ছিল ছেলেটি
কতবার আসতে চেয়েছে সে এই প্রাঙ্গনে
সীমাহীন আনন্দ যেখানে
হঠাৎ আবীর এসে পড়ে মেয়েটির মুখে, সারা শরীরে
রাঙ্গা হল সে
সঙ্গিনীরা বললে—ওকে কি বলেছিলি, রাঙ্গিয়ে দিয়ে যাও!’
লজ্জ্বায় নত মুখ
--ইস্, কথা বলব না, যাও!’
ছেলেটিও হাসিমুখে মাপ চাইতে এল
কি যে হল,
এক মুঠো আবীর ছুঁড়ে দিল মেয়েটি তার দিকে
ছেলেটি চেয়ে রয় অপলকে
পরের দিন একই ট্রেনে আবার তাদের দেখা
ফিরতি পথ, দুজনেই একা
ওদের তখন রং লেগেছে মনে
‘কে, রং লাগালে বনে বনে’
কি যে ছিল, দোলের শান্তিনিকেতনে...!
গৌরপ্রাঙ্গনে বন্ধুদের সঙ্গে আকাশে আবীর ছুঁড়ছিল ছেলেটি
কতবার আসতে চেয়েছে সে এই প্রাঙ্গনে
সীমাহীন আনন্দ যেখানে
হঠাৎ আবীর এসে পড়ে মেয়েটির মুখে, সারা শরীরে
রাঙ্গা হল সে
সঙ্গিনীরা বললে—ওকে কি বলেছিলি, রাঙ্গিয়ে দিয়ে যাও!’
লজ্জ্বায় নত মুখ
--ইস্, কথা বলব না, যাও!’
ছেলেটিও হাসিমুখে মাপ চাইতে এল
কি যে হল,
এক মুঠো আবীর ছুঁড়ে দিল মেয়েটি তার দিকে
ছেলেটি চেয়ে রয় অপলকে
পরের দিন একই ট্রেনে আবার তাদের দেখা
ফিরতি পথ, দুজনেই একা
ওদের তখন রং লেগেছে মনে
‘কে, রং লাগালে বনে বনে’
কি যে ছিল, দোলের শান্তিনিকেতনে...!
সুচিন্তিত মতামত দিন