অতনু জানা

অতনু জানা
 "স্বীকারোক্তি" 

কত সহস্র বার আমি ভুল করেছি,
তবু ও এই হাতে কখনো রক্ত মাখিনি।
ভোরের কুয়াশায় দেখেছি আমি-
একটা তরতাজা যুবকের স্বেচ্ছামৃত্যু।
সারা শরীর জুড়ে আমি অন্ধকার মেখে নিয়ে-
তন্নতন্ন করে খুঁজে বেড়িয়েছি সারা পৃথিবী।

শ্রান্ত শীতল অন্ধকার চাঁদনী রাত-
ঝোপের নীচে চুপিসারে বসে আছে রাতের পেঁচা।
কোথাও দেখেছি ভোরের দোয়েলপাখি -
গাইছে সেখানে গান অন্ধকারে বকুলের ডালে।
শিশিরের উষ্ণতা গায়ে মেখে ফিরে গেছে রঙ্গিন প্রজাপতি,
সোনালী ধানের খেত ভিজেছে মুগ্ধতায়, বুকে মেখে শিশিরে আদর।








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.