বাংলা মুখের ভাষা
আসলে ফাগুন আগুন জ্বলে
শিমুল পলাশ বনে
আসলে ফাগুন আগুন জ্বলে
বাংলা মায়ের মনে ।
বরকতরা বেরিয়ে গেল
জলটাও না খেয়ে
সকাল দুপুর সন্ধ্যে গেল
মা রয়েছে চেয়ে ।
"আয় না বাবা, আয় না ফিরে" -----
সূর্য গেল হেলে
আকাশ নদী পাহাড় বলে ----
"আমরা তোমার ছেলে" ।
ওই দেখো মা শহীদ মিনার
ওটাই তোমার ছেলে
দৈত্য মেরে ঘুমিয়ে এখন
মরণ খেলা খেলে ।
তোমার ছেলে জীবন দিয়ে
রাখলো তোমার মুখ
তাই তো বাংলা মুখের ভাষা
গর্বে ফোলে বুক ।
বাংলা মায়ের মুখে
খান সেনারা গান উঁচিয়ে
বলল হেঁকে ---- "সাবধান"
বাংলা ভাষায় বললে কথা
যাবে তোমার প্রাণ ।
উর্দু বলো, উর্দু বলো
বাংলা বলা চলবে না
বাঙালিরা মুখের ভাষা
বাংলা দিয়ে বলবে না ।
জনা কয়েক দামাল ছেলে
বলল শপথ ঠুঁকে -----
বাংলা ভাষাই শোভা পাবে
বাংলা মায়ের মুখে ।
আসলে ফাগুন আগুন জ্বলে
শিমুল পলাশ বনে
আসলে ফাগুন আগুন জ্বলে
বাংলা মায়ের মনে ।
বরকতরা বেরিয়ে গেল
জলটাও না খেয়ে
সকাল দুপুর সন্ধ্যে গেল
মা রয়েছে চেয়ে ।
"আয় না বাবা, আয় না ফিরে" -----
সূর্য গেল হেলে
আকাশ নদী পাহাড় বলে ----
"আমরা তোমার ছেলে" ।
ওই দেখো মা শহীদ মিনার
ওটাই তোমার ছেলে
দৈত্য মেরে ঘুমিয়ে এখন
মরণ খেলা খেলে ।
তোমার ছেলে জীবন দিয়ে
রাখলো তোমার মুখ
তাই তো বাংলা মুখের ভাষা
গর্বে ফোলে বুক ।
বাংলা মায়ের মুখে
খান সেনারা গান উঁচিয়ে
বলল হেঁকে ---- "সাবধান"
বাংলা ভাষায় বললে কথা
যাবে তোমার প্রাণ ।
উর্দু বলো, উর্দু বলো
বাংলা বলা চলবে না
বাঙালিরা মুখের ভাষা
বাংলা দিয়ে বলবে না ।
জনা কয়েক দামাল ছেলে
বলল শপথ ঠুঁকে -----
বাংলা ভাষাই শোভা পাবে
বাংলা মায়ের মুখে ।
সুচিন্তিত মতামত দিন