কেয়ার করিনা
বৃষ্টি আমার অধর ছুঁয়েছে পুরোনো মদের চটকে
বৃষ্টি আমার ক্লিভেজ চিনেছে যৌন গন্ধ হরষে
বৃষ্টি আমার চুলের কুচিতে খুঁজে গেছে কার চুমু ছাপ
আমি বৃষ্টিকে ভালোবাসছিনা আগের মতন ইদানিং
ভালোবাসছিনা আগাগোড়া ধেয়ে একমুখী প্রেম বরাবর
ভালোবাসবোনা বিরহ কালিতে ধুয়ে মুছে সাফ কাব্য
দেব আর নেব হিসেব মেলাবো ভার্চুয়ালের ছাইপাশ
তাতে যাই ভাবো কেয়ার করিনা সেয়ানা বাহানা হ্যানত্যান
বৃষ্টি আমার অধর ছুঁয়েছে পুরোনো মদের চটকে
বৃষ্টি আমার ক্লিভেজ চিনেছে যৌন গন্ধ হরষে
বৃষ্টি আমার চুলের কুচিতে খুঁজে গেছে কার চুমু ছাপ
আমি বৃষ্টিকে ভালোবাসছিনা আগের মতন ইদানিং
ভালোবাসছিনা আগাগোড়া ধেয়ে একমুখী প্রেম বরাবর
ভালোবাসবোনা বিরহ কালিতে ধুয়ে মুছে সাফ কাব্য
দেব আর নেব হিসেব মেলাবো ভার্চুয়ালের ছাইপাশ
তাতে যাই ভাবো কেয়ার করিনা সেয়ানা বাহানা হ্যানত্যান
সুচিন্তিত মতামত দিন