স্বর্ণালী ঘোষ

স্বর্ণালী ঘোষ
 স্বপ্নের মাধ্যম 

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি
মনের রাগ-অনুরাগ সকলকিছু
একটি মালায় গেঁথে
স্বপ্নের বাগানে নিয়ে আসি।

আমি গান গাই
          মনের কোমল আবেগের রেশ
দিক-দিগন্তে ছড়াই।

আমি কবিতা পাঠ করি
        আমার কণ্ঠ থেকে ভেসে আসে
কথার মাধুরী..

কিন্তু!কি সেই মাধ্যম
যার দ্বারা আমার সকল আশা-আকাঙ্ক্ষার
প্রকাশ এত উত্তম?

না.. সে আর কিছু নয়
সে আমার মান , সে আমার প্রাণ
'বাংলা ভাষা, আমার মাতৃভাষা
আমার আত্মসম্মান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.