সুরের বাঁধনে
ছায়াপথ ধরে হেঁটে চলেছি
অচেনা বিদেশী আমি
সুদূর কুঠি থেকে ভেসে আসে
চেনা সুর, চেনা ছন্দ ,চেনা লয় তার
উদভ্রান্ত পিপাসু আমি ছুটে যাই পাগলিনী প্রায়
অনাত্মীয় কে আত্মীয় করি, সুরের নেশায়
ভাষা তৃষ্ণার্ত আমি শুধাই
এ সুর আমার ,এ আমার প্রাণের ভাষা
প্রত্যুত্তরে আসে "মোদের গরব
মোদের আশা,আ মরি বাংলা ভাষা"
ছায়াপথ ধরে হেঁটে চলেছি
অচেনা বিদেশী আমি
সুদূর কুঠি থেকে ভেসে আসে
চেনা সুর, চেনা ছন্দ ,চেনা লয় তার
উদভ্রান্ত পিপাসু আমি ছুটে যাই পাগলিনী প্রায়
অনাত্মীয় কে আত্মীয় করি, সুরের নেশায়
ভাষা তৃষ্ণার্ত আমি শুধাই
এ সুর আমার ,এ আমার প্রাণের ভাষা
প্রত্যুত্তরে আসে "মোদের গরব
মোদের আশা,আ মরি বাংলা ভাষা"
সুচিন্তিত মতামত দিন